ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

পাকিস্তানের কোচ হবেন আফ্রিদি?

২০১৯ সেপ্টেম্বর ২৮ ১৬:১৩:৪৭
পাকিস্তানের কোচ হবেন আফ্রিদি?

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিতিক টুর্নামেন্টে। সামনে যেমন কালান্দারসের হয়ে খেলবেন টি-টেন লিগে। তবে বয়সের কাঁটা ৪৪ পেরিয়ে যাওয়ায়, শহিদ আফ্রিদির ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষদিনেই ধরে নেয়া যায়।

আফ্রিদি নিজে অবশ্য মানতে রাজি নন এ কথা। তার মতে এখনও ক্রিকেট ক্যারিয়ারে অনেক সময় বাকি রয়েছে। যে কারণে ক্রিকেট ছেড়ে ভবিষ্যতে কোন পথে যাবেন সেটি এখনও জানেন না আফ্রিদি। তবে আর যাই হোক অন্তত জাতীয় দলের কোচিংয়ে আসবেন না- এটি যেন একপ্রকার নিশ্চিতই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

কোচ হওয়ার মতো টেম্পারমেন্ট নেই জানিয়ে আফ্রিদি বলে, ‘জাতীয় দলকে কোচিং করানোর মত টেম্পারমেন্ট আমার নেই। এছাড়া আমি এখন আগের চেয়ে অনেক বেশি ফিট এবং ক্রিকেট খেলার দিকেই বেশি মনোযোগি। দলের জন্য নিজের সেরাটা দিতে চাই। পরে হয়তো অনূর্ধ্ব ১৮ বা ১৯ দলের দায়িত্ব নেয়া যায়। কারণ ঐ বয়সেই মূলত কোচিংটা প্রয়োজন হয়।’

আফ্রিদি মনে করেন নতুন হেড কোচ মিসবাহ উল হকের অধীনে নতুন এক যুগে প্রবেশ করবে পাকিস্তানের ক্রিকেট। যা কি না খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতি ও দলগত সাফল্য পেতে সাহায্য করবে। তিনি বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স আমাদের কারও প্রত্যাশামাফিক হয়নি। তবে আশা করছি নতুন কোচের অধীনে দলে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৯)