ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
আলাউদ্দিন হোসেন'র ছড়া
২০১৯ সেপ্টেম্বর ২৮ ২২:২৬:২৬
মায়ের আঁচল
মায়ের হাসি দিবানিশি
সুখ আর সুখ
আঁচলজুড়ে ভালবাসা
সমাপ্তি সব দুখ।
মিষ্টি মধুর কথা বলা
স্বর্গ সুখের হাসি
আঁচলজুড়ে আদর মায়া
আনন্দ রাশি রাশি।
স্বার্থছাড়া ভালবাসা
মায়ের মুখের হাসি
দিবানিশি মাকে আমি
বড্ড ভালবাসি।