ঢাকা, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
আহমেদ রিহান’র কবিতা
২০১৯ সেপ্টেম্বর ৩০ ১৮:৩৬:৫৯
পিতার ঋণ
প্রথম শেখা বুলি
প্রথম পদদলিত ধুলি
প্রথম নির্দেশিত অঙ্গুলি।
সব কিছুতে যাহার অবদান
তিনিই শেখ মুজিবর রহমান।
তুমিই দিয়েছো স্বাধীনতা
তুমিই দিয়েছো পূর্নতা
তুমিই দেখিয়েছো বদান্যতা
তুমিই শিখিয়েছো মহানুভবতা।
তুমি ছাড়া বাঙালি অস্তিত্বহীন
তুমি ছাড়া বাংলাদেশ বিলিন
তোমার কাছেই জন্মান্তরের ঋণ।
জয় বাংলা বলে আগে বাড়ো
লাল সবুজের পতাকা তুলে ধরো।