ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

বিএনপি নেতাদের দাবি ও চিকিৎসকদের রিপোর্ট এক নয়

২০১৯ অক্টোবর ০৩ ১৫:৩১:১১
বিএনপি নেতাদের দাবি ও চিকিৎসকদের রিপোর্ট এক নয়

স্টাফ ‍রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে দলটির নেতাদের দাবি ও চিকিৎসকদের রিপোর্ট এক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন।

বিএনপির নেতারা কারাবন্দী হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানিয়েছেন, বেগম জিয়া খুবই অসুস্থ, তিনি জামিন পেলে বিদেশে চিকিৎসার জন্য যাবেন।

দুর্নীতির মামলায় কারাবন্দী খালেদা জিয়া জামিন পেলে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানা হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো ম্যাসেজ (নির্দেশনা) দেননি বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ব্যাপারে তারা (বিএনপি) যেটা চান সে বিষয়ে কোনো নির্দেশ পাইনি।’

জামিনের বিষয়ে কোনো সহযোগিতা করবেন কি না- জানতে চাইলে কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কারাগার থেকে বের করার জন্য বিএনপি আন্দোলনের কথা বললেও এখন পর্যন্ত তারা তা করতে পারেনি। আমি চাই তারা আন্দোলন করুক। আমি বলেছি তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক। এত বড় একটা দল, খালেদা জিয়ার জন্য রাজপথে কোনো আন্দোলন হলো না।’

তিনি আরও বলেন, ‘আমরা তো বিএনপিকে সভা-সমাবেশের অনুমতি দিয়েছি। খালেদা জিয়া এত বড় নেত্রী, তার জন্য কোথায় আন্দোলন হলো? আবারও বলি, আপনারা আন্দোলন করছেন না কেন?’

‘অসুস্থতা মানবিক দিক, তবে তারা সেটা বলছেন না তারা তো আন্দোলনের কথা বলছেন। বিএনপি নেতারা যেভাবে বলছেন চিকিৎসকদের রিপোর্ট তো তা বলছে না, সেটা তো পাচ্ছি না, সেরকম পাওয়া গেলে দেখা যাবে।’

খালেদার মুক্তির জন্য বিএনপি নেতারা আন্দোলন না করে আপনাদের কাছে আসছেন, এটা দলটির আত্মসমর্পণ কি না, এ বিষয়ে কাদের বলেন, ‘আমি এ ধরনের কথা কেন বলব? একটি রাজনৈতিক দল হিসেবে বিরোধীদলে আছেন তারা। তারা নানা কারণে সরকারের কাছে আসতেই পারেন। সরকার ও বিরোধীদলের মধ্যে সম্পর্ককে বলে কর্মসম্পাদন বা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং। বিএনপির মতো একটি দলের সঙ্গে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে সরকারের। তাই যেকোনো বিষয়ে তাদের নেতারা সরকারের সঙ্গে কথা বলতে পারেন।’

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)