ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কেন্দুয়ায় ভাড়াকে কেন্দ্র করে বাসের সুপারভাইজারের ওপর হামলা

২০১৯ অক্টোবর ০৩ ২৩:৫৬:২৪
কেন্দুয়ায় ভাড়াকে কেন্দ্র করে বাসের সুপারভাইজারের ওপর হামলা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাস ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বৈশাখী বাসের সুপার ভাইজার বিল্লাল মিয়ার সশস্ত্র হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। হামলার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দুয়া বাসষ্ট্যান্ড এলাকায়। ঘটনায় বিল্লাল মিয়াকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আশু মিয়ার ছেলে তুষার, রফিকুল ইসলামের ছেলে শিপন মিয়া ও নূরুল ইসলামের ছেলে সজল মিয়ার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কেন্দুয়া পৌর এলাকার কমলপুর গ্রামের আবু তালেবের ছেলে হিরন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। হামলার প্রতিবাদে কেন্দুয়া, চট্টগ্রামের বাস চলাচল বন্ধ রয়েছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসবি/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)