ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কেন্দুয়ায় ৪৯টি মন্ডপে উদযাপন হবে দূর্গা পূজা

২০১৯ অক্টোবর ০৩ ২৩:৫৭:৫১
কেন্দুয়ায় ৪৯টি মন্ডপে উদযাপন হবে দূর্গা পূজা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মহল্লায় এম.পি অসীম উকিলের বাসভবন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৯টি মন্ডপে অনুষ্ঠিত হবে সার্বজনীন দূর্গা পূজা। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে উৎযাপনের জন্য উপজেলা প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে পূজা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা। এজন্য পুলিশ, আনসার সহ স্বেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান প্রায় সবকটি পূজা মন্ডপ ইতিমধ্যে পরিদর্শন করে যে সব পদক্ষেপ নেয়া দরকার সে সব বিষয়ে নির্দেশ দিয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার প্রধানমন্ত্রীর এ বানীকে আমরা শতভাগ কাজে লাগাতে চাই। সাম্প্রদায়িক সম্প্রিতির এই কেন্দুয়ায় অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)