ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আগৈলঝাড়ায় ১৫৪ মন্ডপে প্রায় ১হাজার আইন শৃংখলা বাহিনী মোতায়েন

২০১৯ অক্টোবর ০৪ ১৭:১৭:১১
আগৈলঝাড়ায় ১৫৪ মন্ডপে প্রায় ১হাজার আইন শৃংখলা বাহিনী মোতায়েন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শুক্রবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫দিন ব্যাপি শারদীয় দুর্গা পূজা। পুজায় আইন শৃংখলা স্বাভাবিক রাখতে আগৈলঝাড়ার ১৫৪টি পুজা মন্ডপে কর্তব্য পালনের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রায় ১হাজার সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার সকালে দ্বায়িত্ব পালনকারী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পুজায় দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে থানা চত্তরে ব্রিফ করেন থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সঠিক দ্বায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ওসি তদন্ত নকিব আকরাম হোসেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পুজা আগৈলঝাড়া উপজেলায় অনুষ্ঠিত হওয়ায় সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। উপজেলার ২৫৪টি মন্ডপের নিরাপত্তার জন্য ১৭৫ জন পুলিশ অফিসার ও সদস্য, ৭৪০জন আনসার সদস্য, ১৭ জন এপিবিএন সদস্যসহ মোট ৯৩২ জন সদস্য কর্তব্য পালন করবে। দশমীতে প্রতীমা বিসর্জন পর্যন্ত তারা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়ার থানা পুলিশের কর্মকর্তা, সদস্যবৃন্দ, সাদা পোশাকে পুলিশ সদস্যরা দ্বায়িত্ব পালন করবেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০১৯)