ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

২০১৯ অক্টোবর ১১ ২০:৪২:১১
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টার : কারা হেফাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে।

শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেখে এসে সেলিমা রহমান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের হাতে খাবার খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। জরুরিভাবে তার উন্নত চিকিৎসা দরকার।

চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া সুস্থ আছেন এমন দাবিকে তিনি মিথ্যা বলে উল্লেখ করেছেন। বলেছেন, ‘সব মিথ্যা কথা। আমরা তো এখনই দেখে এলাম তিনি কি অবস্থায় আছেন।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, শুক্রবার বিকেল সোয়া ৩টায় বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার, স্ত্রী কানিজ ফাতিমা, ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ৬ জন খালেদা জিয়াকে দেখতে যান।

তারা সাড়ে ৪টায় পর্যন্ত সেখানে অবস্থান করে খালেদার জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

দিদার বলেন, এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।

গত বছর ৮ ফেব্রুয়ারি হতে কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬১২ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে।

(ওএস/অ/অক্টোবর ১১, ২০১৯)