ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আটক

২০১৯ অক্টোবর ২১ ১৮:৪৯:৩২
মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আটক

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দোকানে পলিতিন আছে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে মৌলভীবাজার শহর থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে শাওন রায় কানু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কুদরত উল্লাহ সড়কের মেসার্স আলামিন জেনারেল ষ্টোর থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া কানুকে আটক করা হয়।

আটকৃত শাওন রায় কানু শ্রীমঙ্গল উপজেলার পাতির বাংলা এলাকার বিমল রায় এর ছেলে বলে জানা যায়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় জানান, আটক শাওন বিকেলে শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল ষ্টোর নামক একটি দোকানে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঐ দোকানে পলিতিন আছে বলে চাদা দাবি করেন।

এসময় তিনি জানান, আটক শাওন ২০০৬ সাল পর্যন্ত পুলিশে চাকুরী করার পর কোন এক কারনে তার চাকুরী চলে যায়।

(একে/এসপি/অক্টোবর ২১, ২০১৯)