ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু ১০৭ জনের

২০১৯ অক্টোবর ২৩ ১৭:২৩:৫২
সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু ১০৭ জনের

স্টাফ রিপোর্টার : সরকারি হিসাবে চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এমন সন্দেহে মোট ২৪৮ জন নারী, পুরুষ ও শিশুর চিকিৎসা ব্যবস্থাপত্রসহ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনার জন্য স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটির কাছে পাঠানো হয়।

সর্বশেষ গত ২১ অক্টোবর পর্যন্ত ২৪৮ জনের মধ্যে ১৭১ জনের কাগজপত্র পর্যালোচনা করে দেখে ওই কমিটি। পরে ১৭১ জনের মধ্যে মোট ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে মতামত দেয়।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের হিসাব নিয়ে সরকারি ও বেসরকারি গণনায় শুরু থেকেই ধোঁয়াশা ছিল। বেসরকারি বিভিন্ন সংস্থা মৃতের সংখ্যা দুই শতাধিক দাবি করলেও সরকারি হিসাবে মৃতের সংখ্যা অর্ধেকেরও কম দাবি করা হয়।

(ওএস/এসপি/অক্টোবর ২৩, ২০১৯)