ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

সংসদের পঞ্চম অধিবেশন বসছে কাল

২০১৯ নভেম্বর ০৬ ১৮:৩৮:৫৮
সংসদের পঞ্চম অধিবেশন বসছে কাল

স্টাফ রিপোর্টার : চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) শুরু হবে। বিকাল সোয়া ৪টায় শুরু হবে এ অধিবেশন।

এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে নির্ধারণ হবে এ অধিবেশন কতদিন চলবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হবে না বলে জানা গেছে।

এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়া আরও নতুন বিল আসতে পারে।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৯)