ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

রাজকোটে আফ্রিদিকে পেছনে ফেলবেন রোহিত

২০১৯ নভেম্বর ০৭ ১৫:৩২:১৮
রাজকোটে আফ্রিদিকে পেছনে ফেলবেন রোহিত

স্পোর্টস ডেস্ক : দিল্লিতে ৯ রান করেই বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। পেছনে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। ধোনি খেলেছিলেন ৯৮ ম্যাচ। তাকে পেছনে ফেলে ৯৯ তম ম্যাচ খেলে ফেলেছেন রোহিত।

এবার রাজকোটে আরও একটি দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক। অন্যরকম এক সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে তিনি। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে তার। কিন্তু টি-টোয়েন্টিতে এই অন্যরকম সেঞ্চুরিটা হচ্ছে, ম্যাচের সংখ্যার।

রাজকোটে আজ টস করতে নামলেই রোহিতের নামের পাশে ক্যারিয়ার খাতায় যোগ হয়ে যাবে আরও একটি ম্যাচ। শততম টি-টোয়েন্টি খেলা দ্বিতীয় ক্রিকেটারে পরিণত হবেন ভারত অধিনায়ক। রোহিতের চেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার রয়েছেন একমাত্র পাকিস্তানের শোয়েব মালিক। তিনি খেলেছেন ১১১টি টি-টোয়েন্টি।

সিরিজের প্রথম ম্যাচে হেরেই পিছিয়ে পড়েছে ভারত। দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচ তিন বল বাকি থাকতেই জিতে নেয় বাংলাদেশ। বৃহস্পতিবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে সমতা ফেরানোই উদ্দেশ্য ভারতের।

সিরিজে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ম্যাচে কয়েকটা পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে। বুধবার সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটিং নিয়ে কোনও সমস্যাই নেই। ব্যাটিংয়ে পরিবর্তনের কোনও কারণ রয়েছে বলে মনে করি না। তবে আমরা আগে পিচের চরিত্র বিশ্লেষণ করে দল হিসেবে আমরা কী করতে পারি তা নিয়ে চিন্তাভাবনা করব।’

রাজকোটে মাঠে নামলে ভারতের হয়েও সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়বেন ‘হিটম্যান’। আজকের ম্যাচ ভারত অধিনায়কের কাছে একদিকে ব্যক্তিগত মাইলস্টোনের, অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। অধিনায়ক রোহিত কি চাপ অনুভব করতে শুরু করেছেন? রোহিত বলেন, ‘দল হিসেবে আমাদের উপরে চাপ রয়েছে। প্রথম ম্যাচটা আমরা দল হিসেবে হেরে গিয়েছি। নির্দিষ্ট কোনও বিভাগের উপরে আমরা ফোকাস করছি না।’

(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০১৯)