ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈশ্বরদীতে গবেষণা সম্প্রসারণ শক্তিশালী করণ কর্মশালা

২০১৯ নভেম্বর ০৮ ১৬:০৮:১৬
ঈশ্বরদীতে গবেষণা সম্প্রসারণ শক্তিশালী করণ কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের এএসএম কামাল উদ্দিন স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রণালয়ের অধিনে এনটিপি-২ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ও বগুড়া অঞ্চলের গবেষণা সম্প্রসারণ শক্তিশালী করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ডক্টর আমজাদ হোসেন।

ডিএই রাজশাহীর অতিরিক্ত পরিচালক দেব দুলালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রকল্প পরিচালক হারুন অর রশিদ, বিআরসি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক রইচ উদ্দিন, বারি মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা ও ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর ইনচার্জ ড. আলীম উদ্দিন। কর্মশালায় বক্তারা বিভিন্ন জাতের বারি ফসল, সবজি ও ফলের গবেষণা এবং উন্নয়ন কল্পে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৮, ২০১৯)