ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

ছিন্নমূল শিশুদের জন্য ‘রান ফর দি চিলড্রেন’

২০১৯ নভেম্বর ০৮ ১৬:৪৪:৩৫
ছিন্নমূল শিশুদের জন্য ‘রান ফর দি চিলড্রেন’

স্টাফ রিপোর্টার : সোস্যাল রেসপন্সিবিলিটির আওতায় দেশের হোটেল ‘সারিনা’ বাংলাদেশের শিশুদের জন্য আয়োজন করেছে ‘রান ফর দি চিলড্রেন’।

আজ শুক্রবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই আয়োজনে সর্বসাধারণ অংশগ্রহণ করে।

এই আয়োজনের মাধ্যমে অর্জিত অর্থ ‘আহসানিয়া মিশন চিলড্রেন সিটি’র এতিম শিশুদের উন্নয়নে ব্যয় করা হবে।

কেন এই আয়োজন, এই প্রসঙ্গে হোটেল সারিনার অপারেশন ম্যানেজার শ্রী নেয়ার জানান, এটা কেবল শুরু। এর মাধ্যমে আগামীতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করবো। যা দেশের শিশু এবং মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

‘রান ফর দি চিলড্রেন’ আয়োজনটিতে ভোর থেকেই কয়েক ধাপে অংশগ্রহণকারীরা ৫ কিলোমিটার দূরত্বের ম্যারাথনে অংশ নেন। সারিনার এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সাদরে অংশ নিয়েছেন।

এছাড়া দারুণ এই আয়োজনে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন।

হোটেল সারিনার পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে র‌্যাফেল ড্র’য়ের ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন হোটেলগুলোয় সপ্তাহান্তে কিংবা ঘুরতে গিয়ে ‘বিশেষ সুবিধা’ পাবেন। একই সাথে অংশগ্রহণকারীরা বিনা খরচে হেলথ ক্লাবেরও মেম্বার হতে পারবেন। তাছাড়া নানা কিছুতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

(এস/এসপি/নভেম্বর ০৮, ২০১৯)