ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আদমদীঘিতে মাদকাসক্ত ব্যক্তির আত্মহত্যা

২০১৯ নভেম্বর ০৮ ১৭:৫৮:৪৬
আদমদীঘিতে মাদকাসক্ত ব্যক্তির আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মাদকাসক্ত মুক্তার হোসেন (৩৮) নামের ব্যক্তি আত্মহত্যা করেছে। সে সান্তাহার পৌর শহরের লকু পশ্চিম কলোনীর আবুবক্কর সিদ্দিকের ছেলে। আজ শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুক্তার হোসেন দীর্ঘদিন যাবৎ নেশার এ্যাম্পুল ইনজেকশনে আসক্ত ছিল।মাদকাসক্ত হওয়ায় সংসারে অশান্তি লেগেই থাকতো। এক পর্যায়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। স্ত্রীকে নিতে সে মরিয়া হয়ে ওঠে। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আত্মহত্যার জন্য বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহীতে নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ছেলেটি মাদকাসক্ত হওয়ার কারণে কোনো বাদী না থাকায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশটি ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০৮, ২০১৯)