ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

বারবিকিউ চিকেন উইংস তৈরির রেসিপি

২০১৯ নভেম্বর ১৪ ১৭:১৮:৩২
বারবিকিউ চিকেন উইংস তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : উইংসের বিভিন্ন ধরণের মাঝে বারবিকিউ উইংসই বেশি মুখরোচক। বারবিকিউ সসে মাখা মুচমুচে এই উইংস তৈরি করতে পারেন বাড়িতেই। এতে খুব বেশি সময় লাগবে না। উপকরণও লাগবে কম। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ:

সিকি কাপ বারবিকিউ সস
৮ পিস চিকেন উইং
১ টেবিল চামচ তেল
ডিপ ফ্রাই করার জন্য তেল
লবণ স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
২ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ রসুন কুচি
গার্নিশ করার জন্য পিঁয়াজকলি কুচি।

প্রণালি:

প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হতে দিন। একটি পাত্রে চিকেন উইংগুলো নিন। এতে দিন লবণ, গোলমরিচ গুঁড়ো এবং ময়দা। ভালো করে মিশিয়ে নিন। গরম তেলে ডিপ ফ্রাই করে নিন যাতে সোনালি ও মুচমুচে হয়ে আসে। তেল ঝরিয়ে নিন কাগজে।

১ টেবিল চামচ তেল গরম করে নিন নন স্টিক প্যানে। এতে রসুন দিয়ে আধা মিনিট সাঁতলে নিন। এতে বারবিকিউ সস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ভাজা চিকেন উইংগুলোকে দিয়ে দিন। টস করে নিন যাতে বারবিকিউ সস এতে ভালো করে মেখে যায়। এক মিনিট রান্না হতে দিন। এবার নামিয়ে ওপরে পিঁয়াজকলি কুচি দিয়ে পরিবেশন করুন গরম গরম।

(ওএস/এসপি/নভেম্বর ১৪, ২০১৯)