ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

বিদেশে নারী শ্রমিক না পাঠানোর নির্দেশনা চেয়ে রিট

২০১৯ নভেম্বর ১৮ ১৬:২০:২৯
বিদেশে নারী শ্রমিক না পাঠানোর নির্দেশনা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : সৌদি আরব, জর্দান, লেবাবন, ইরাক ও সিরিয়ায় নারী শ্রমিক না পাঠানোর নির্দেশনার দাবিতে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে, মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে রিটে।

অন্যদিকে, বিদেশে কাজ করতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়ে বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুর্নবাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

১২ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এক নারী ভিকটিম আমিনা বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট করেন।

রিটের বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।সৌদি আরব, জর্দান, লেবাবন, ইরাক ও সিরিয়ায় নারী শ্রমিক না পাঠানোর নির্দেশনার দাবিতে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে, মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে রিটে।

অন্যদিকে, বিদেশে কাজ করতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়ে বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুর্নবাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

১২ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এক নারী ভিকটিম আমিনা বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট করেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)