ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

পেঁয়াজের ঝাঁজে বিএনপি লাফাচ্ছে

২০১৯ নভেম্বর ১৯ ১৬:৫৯:১১
পেঁয়াজের ঝাঁজে বিএনপি লাফাচ্ছে

স্টাফ রিপোর্টার : পেঁয়াজের ঝাঁজের সঙ্গে লাফাতে লাফাতে বিএনপি সরকার উৎখাতের হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতের হুঙ্কারটা বন্ধ করুন। এই অপরাজনীতি করে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। বরং বাজারটা কীভাবে ঠিক রাখা যায় কোনো গঠনমূলক প্রস্তাব থাকলে সেটা আমাদেরকে দেন। সরকার অবশ্যই গ্রহণ করবে।

তিনি বলেন, নিত্য পণ্যের দামের ওঠানামা আছে। প্রশাসনের কখনো সফলতা আছে, কখনো ক্ষমতার অপব্যবহার আছে। কখনো ব্যর্থতা আছে। এইগুলো রাষ্ট্রপরিচালনা, সমাজ অর্থনীতির যাপিত জীবনের দৈনন্দিন সমস্যা। এই দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য সরকার তৎপর হয়। জনগণ, সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠী তৎপর হয়। সরকারের কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয় সমালোচনা হয়। সমালোচনার সঙ্গে সরকারের উদ্যোগ নিতে থাকে।

জাসদ সভাপতি বলেন, বাজারে নিত্য পণ্যের দামের ওঠানামা নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে। সেই আলোচনা-সমালোচনা আমরা আমন্ত্রণ জানাই। তা সরকারকে সাহায্য করে। কিন্তু বাজারের নিত্য পণ্যের দামের ওঠানামা নিয়ে আলোচনা-সমালোচনা বাদ দিয়ে নির্বাচিত সরকার উৎখাতের হুঙ্কার দেয়ার অপরাজনীতি গ্রহণযোগ্য না। এই অপরাজনীতিটা বন্ধ করুন। কথায় কথায় নির্বাচিত সরকার উৎখাতের হুঙ্কার কেবল শব্দ দূষণই করবে কিন্তু নির্বাচিত শেখ হাসিনার সরকারের কিছুই হবে না।

(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)