ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

চাহিদা মতো পিকআপ তৈরি করে দেবে টাটা-নিটল মটরস

২০১৯ নভেম্বর ২০ ১৫:৩৩:০৬
চাহিদা মতো পিকআপ তৈরি করে দেবে টাটা-নিটল মটরস

স্টাফ রিপোর্টার : টাটা মটরস এবং নিটল মটরস যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে আইস পিকঅ্যাপ অ্যাপ্লিকেশন ভেহিক্যালস। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এইস পিকআপের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ভেহিক্যালসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, কারও পোল্ট্রি খামার আছে, পোল্ট্রি মুরগি সহজে পরিবহনের পিকআপ তৈরি; কেউ সবজির ব্যবসা করবেন, সেই অনুযায়ী পিকআপ তৈরি; কেউ পোশাক ব্যবসা করবে, সেই অনুযায়ী পিকআপ তৈরি; কেউ খাবার বিক্রি করবে, সেই অনুযায়ী পিকআপ তৈরি; কেউ গ্যাসের ব্যবসা করবে, সেই অনুযায়ী পিকআপ তৈরি -এমন নানা ধরনের পিকআপ টাটা মটরস ও নিটল মটরসে অর্ডার দিয়ে তৈরি করা যাবে।

অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘আমরা যে ব্যবসার কথা বলেছি, সেই ব্যবসা করার জন্য দেড়, দুই, ঊর্ধ্বে তিন লাখ টাকা দিলেই পুরো ব্যবসা পেয়ে যাবে। যে মালামাল বেচবে, সেটার ক্যাপিটালের ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। সেই ব্যবসায় বছরে ৮ লাখের নিচে আয় হবে না। এটা নতুন ধারণা। শিক্ষিত বেকাররা এ ব্যবসায় অংশ নিতে পারবেন।’

নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনে অঙ্গীকার করেছেন যে, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেবেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে পূরণের জন্য নিটল নিলয় গ্রুপ, টাটা এবং প্রাণ; আমরা ক্রিয়েশন অব এন্টারপ্রিনিয়ারদের খুঁজছি। বহু টাকা খরচ করে অনেকে বিদেশে যাচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন। বিদেশে গিয়ে তারা তাদের পরিবারের সান্নিধ্য পাচ্ছে না। তারা অসুখী হয়ে যাচ্ছে। এ প্রজেক্টে তারা গ্রাম, উপজেলাতেই থাকতে পারবে। অথচ তারা আয় করতে পারবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘চাকরি নয়, ব্যবসা -এটা আমাদের স্লোগান। আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দেশে আর কোনো বেকার লোক থাকবে না। আমাদের দেশ তখনই মধ্যম আয়ের হবে, যখন আমরা নিজেদের সমস্যা নিজেরা সমাধানের চেষ্টা করব।’

আহসান খান চৌধুরী বলেন, ‘আমাদের নরসিংদীর ঘোড়াশাল এলাকায় কিন্তু বেকার লোক নাই। আমাদের এলাকার কিছু লোক প্রাণ-এ কাজ করে, বেশিরভাগ লোক টেক্সটাইলে কাজ করে। সেখানকার মনোহরদী এলাকায় যত কাপড়ের ব্যবসায়ী আছেন, টাটা এইস পিকআপে কাপড় লোড করে ঢাকায় এসে বিক্রি করবেন বলে আশা করি।’

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘একটি গাড়ি, একটি দোকান, একটি চাকরি -এটা বিশাল। এখন এটা শুধু আমাদের গ্রামে পৌঁছে দেয়ার অপেক্ষা। এটা ব্যবসায়িকভাবে দূরদর্শী এবং এর সঙ্গে দেশপ্রেমও কাজ করছে। প্রতিটি জেলা, উপজেলায় নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি করবে।’

এ উদ্যোগকে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ দেয়া হবে বলেও জানান শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে টাটা মটরসের সাউথ এশিয়া অঞ্চলের ম্যানেজার আসিফ শামীম, নিটল নিয়ল গ্রুপের ভাইস চেয়ারম্যান মারিব আহমাদ, টাটা মটরসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মধু প্রকাশ সিং, নিটল মটরসের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিইও তানবীর শহীদসহ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০১৯)