ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফিরোজ খান’র কবিতা

২০১৯ নভেম্বর ২৫ ১৪:৪৬:২৩
ফিরোজ খান’র কবিতা







জননীর জীবন থেকে আমার জীবন

মা বেঁচে নেই আজ আমার শূন্য পৃথিবীতে
তবুও মাকে মনে পরে জীবনের প্রতিটি মুহূর্তে
দুঃখ কষ্ট দূর করতে মা ছিলেন পাশাপাশি
মায়ের ঋণ শোধ করতে পারবোনা জীবনে
-
পৃথিবীর আলো দেখেছি মাকে কষ্ট দিয়ে
যন্ত্রণায় ছটফট করছে মা পৃথিবীর আলো দেখাতে
সন্তানকে রেখেছে বুকের ভেতর বিণা স্বার্থেই
নয় মাস লালন করেছেন পেটের মধ্যে রেখে।
-
মায়ের স্থান আল্লাহ রেখেছে প্রিয় নবীর পরে
সন্তানের বেহেশত রয়েছে লুকিয়ে মায়ের পদতলে
সন্তান মাকে কষ্টের সাগরে ফেলে দেয় সহজে
মায়ের দোয়ায় বেঁচে আছি শতভাগ কষ্টের মাঝে।