ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
আলাউদ্দিন হোসেন’র ছড়া
২০১৯ নভেম্বর ২৮ ১৬:৩৫:৩২.jpg)
হেমন্তকাল
সবুজ শ্যামল ছাওনি ভরা
রুপের পল্লীবালা
মাঠপ্রান্তর রুপের ছোঁয়া
হেমন্ত গাঁথা মালা।
আঁকাবাঁকা মেঠো পথ
কলমিলতার আড়ি
নজরকারা রুপের পল্লী
দেখায় ভীষণ ভারী।
ঘাসের ডগায় শিশির কণা
ধান শালিকের গান
গোলাভরা সোনা ঘ্রাণে
কৃষক জুড়ায় প্রাণ।