ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

এসএ গেমসে নারী ক্রিকেট দলের উড়ন্ত সূচনা

২০১৯ ডিসেম্বর ০৩ ১৪:৫৬:১৯
এসএ গেমসে নারী ক্রিকেট দলের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ান গেমসের ১৩তম আসরে নারী ক্রিকেট বিভাগে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সালমা খাতুনের দল।

নেপালের পোখারায় এসএ গেমসের নারী ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয় লঙ্কান নারী দল।

জবাবে বাংলাদেশ দল লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ৩ উইকেট হারিয়ে, হাতে ছিলো ৯টি বল। তিন নম্বরে নেমে ৪৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সানজিদা ইসলাম।

সোমবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একতরফা জয় পেয়েছিল নেপাল। বিশ্ব রেকর্ড গড়ে শূন্য রানে ৬ উইকেট নিয়েছিলেন নেপালি বোলার অঞ্জলি চাঁদ। স্বাগতিকরা ম্যাচ জেতে ১০ উইকেটের ব্যবধানে।

এতটা ম্যাড়ম্যাড়ে ও প্রাণহীন ছিলো না বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। টস হেরে আগে ব্যাট করতে নামা লঙ্কানরা সাবধানী শুরু করে। প্রথম ৫ ওভারে তারা করতে পারে মাত্র ২১ রান। তবে পাওয়ার প্লে'র শেষ ওভারে ১৩ রান নিয়ে মারমুখী ব্যাটিংয়ের আভাস দেয় লঙ্কানরা।

ওপেনার উমেশা থিমাশিনি খেলেন ম্যাচের সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৫ চার ও ৪ ছয়ের মারে ৪৯ বলে এ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক হারশিতা মাধবী ৩০ বলে ৩৩ রান করেন। তাদের ইনিংস থামে ৬ উইকেটে ১২২ রানে।

লঙ্কানদের ইনিংস হতে পারতো আরও বড়। শেষদিকে নিয়ন্ত্রিত বোলিং করেন নাহিদা আকতার, সালমা খাতুন, জাহানারা আলমরা। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট নেন নাহিদা। নিজের স্পেলে ২২ রান খরচায় ১ উইকেট নেন জাহানারা। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করেন সালমা।

পরে রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি সানজিদা-আয়েশাদের। স্বাভাবিক ব্যাটিং করে ১৮.৩ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সানজিদা-ফারজানারা। তিন নম্বরে নেমে ৮ চারের মারে ৪৫ বলে অপরাজিত ৫১ রান করেন সানজিদা ইসলাম। এছাড়া ৩৫ বলে ২৯ রান করে আউট হন আয়েশা রহমান। ফারজানা হকের ব্যাট থেকে আসে ১৮ বলে অপরাজিত ২৩ রান।

টুর্নামেন্টে নারী ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ আগামীকাল (বুধবার), স্বাগতিক নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৯.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)