ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

পেঁয়াজের পাশাপাশি ডাল-তেল-চিনি কিনতেও দীর্ঘ সারি

২০১৯ ডিসেম্বর ০৪ ১৮:১৭:৪৮
পেঁয়াজের পাশাপাশি ডাল-তেল-চিনি কিনতেও দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার : শুধু পেঁয়াজ নয়, নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যই নিম্নবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পেঁয়াজের পাশাপাশি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা ট্রেড করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাধারণ মানুষ লম্বা সারিতে দাঁড়িয়ে সেসব পণ্য কিনছেন।

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়ির মোড়ে লম্বা সারিতে দাঁড়িয়ে টিসিবি থেকে পেঁয়াজের পাশাপাশি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল কিনতেও দেখা যায় নিম্ন ও মধ্য আয়ের মানুষদের।

আশা নামের এক ক্রেতা বলেন, ‘চিনি, পেঁয়াজ আর ডাল নিতে এসেছি। দোকানে চিনি কিনতে লাগে ৬৫ টাকা, এখানে ৫০ টাকা। বাজারে পেঁয়াজ ২০০ থেকে ২৩০ টাকা পর্যন্ত লাগে, এখানে ৪৫ টাকায় পাচ্ছি। বোতলের তেল বাজারে ১১০ টাকা, এখানে পাচ্ছি ৮০ টাকায়। সব দিক থেকেই সুবিধা পাচ্ছি, তাই এখানে এসেছি।’

টিসিবির মূল্যতালিকা অনুযায়ী, সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৯)