ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

রিয়াজুল ইসলাম রিয়াজ’র তিনটি ছড়া

২০১৯ ডিসেম্বর ২৫ ১৫:৪৯:৩২
রিয়াজুল ইসলাম রিয়াজ’র তিনটি ছড়া







রাজনীতি -১

রাজনীতির ওই রাজার নীতি
নষ্ট করে কারা,
হঠাৎ করেই পকেট নেতায়-
সিট দখলে যারা!

কিছু নেতায় রাজপথে নয়
থাকেন শুধুই পোস্টারে,
ওই নেতাদের চালান বসে
পুরাণ কোন মাস্টারে!!

লেনদেন আর তেলবাজদের
ভিড়টা যখন বাড়ে,
রাজপথের ওই ত্যাগী কর্মী-
উপোস থাকেন ঘরে!

নেতা হোক তারাই শুধু-
যোগ্য কর্মী যারা,
জনগণ ও দেশ ভাবনায়-
হৃদয় পাগলপারা!
-------------------------

রাজনীতি -২

যেদিন থেকে রাজনীতিতে
ব্যবসায়ী ও আমলা,
সেদিন থেকেই মাঠের কর্মী
রাজপথের কামলা!

হঠাৎ এসেই দলের চেয়ার
মিলে গেলে টাকায়,
পকেটনেতা রাজনীতিকে
ইচ্ছেমত ঝাঁকায়!

ব্যবসায়ীরা ব্যবসা করেন
আমলা মারেন তেল,
ক্লান্তিকালে ত্যাগী কর্মীর
ভাগ্যে জোটে জেল!!

এমন কিছুর জন্য দায়ী
জাতিরপিতা হত্যা,
রাজনীতিটা রক্ষা করুন
দায়িত্বশীল কর্তা!

অসময়ে থাকেন যারা
দেশ - দলের পাশে,
তারাই যেন চেয়ার পেয়ে
সুখের হাসি হাসে।
------------------------

রাজনীতি -৩

পঁচাত্তরের পরে যে-জন
চালিয়েছেন দেশ,
ফন্দি এটে রাজনীতিটা
করেছিলেন শেষ!

গদি নিয়েই স্বৈরশাসক
রাস্তা করেন কঠিন,
হারিয়ে পথ রাজার নীতি
রাজনীতির সতীন!

চর্চা দেখান গণ নীতির
স্বৈর-নীতি মেনে,
তা দেখে আমলা-কামলা
কেদারা নেন টেনে!

রাজনীতির সেই ভঙ্গদশায়
আশার বাতি জ্বলে,
জাতিরপিতার সোনার বাংলা
হচ্ছে-হলো বলে!

ক্ষতদেশে শেখের বেটি
লাগান গণে'র মলম,
সময় বুঝে এমপি স্বপ্নে
বিভোর হিরো আলম!

রাজনীতিটা যেদিন শুধু
রাজপথে থাকবে,
রক্ষা পাবে রাজার নীতি
অসৎ নীতি ভাগবে!