ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

খুলনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবের মানববন্ধন

২০২০ জানুয়ারি ০৭ ১৬:৪৪:৪০
খুলনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : খুলনায় ৭১টিভি’র সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলো গৌরনদী প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, জনকণ্ঠের বরিশাল স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো কাজী আল-আমীন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক সদস্য এসএম শামীম, ৭১ টিভির আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি স্বপন দাস।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসিম ভূইয়া সেলিম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বেলাল হোসেন, আগৈলঝাড়ার প্রেসক্লাব সদস্য মো. জাহিদুল ইসলাম, জয় রায়, মো. মনিরুজ্জামান মনির, বাংলা টিভি’র উপজেলা প্রতিনিধি এফএম নাজমুল রিপন, বরুণ বাড়ৈ, পলাশ দত্ত, মৃদুল দাস, মারুফ মোল্লা, সাংবাদিক উজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা ওয়াসার অসাধু কর্মকর্তাদের মদদে সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার দাবি করে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বিচার বিভাগীয় তদন্তর জন্য সরকারের কাছে আহ্বান জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রসংগত, গত রবিবার (৫ জানুয়ারি) খুলনা ওয়াসার কাজের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়াসার চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের হাতে প্রহৃত হন ৭১ টেলিভিশনের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। ওই হামলায় টেলিভিশনের ক্যামেরাও ভাংচুর করে। খবর পেয়ে কেএমপির শহর ও যানবাহন শাখার ট্রাফিক পরিদর্শক পরিদর্শক রেজাউল বাশার অতি উৎসাহি হয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ওই দুর্নীতিবাজ ওয়াসা কর্মকর্তাদের উল্টো অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পরিয়ে থানা নিয়ে যান।

সংবাদ সংগ্রহে গিয়ে হামলা ও হাতকড়ার পড়ানোর প্রতিবাদে ওই দিন দুপুরে মহানগরীর জোড়া গেট এলাকায় খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন খুলনার সাংবাদিকরা।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর হস্তক্ষেপে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। ওই ঘটনায় ওই দিন বিকেলে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। ট্রাফিক পরিদর্শক রেজাউল বাশারকে উর্ধতন কর্মকর্তার নির্দেশে ক্লোজড করা হলেও ওই মামলায় এখন পর্যন্ত কোন হামলাকারীকে গ্রেফতার করেনি পুলিশ।

(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)