ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

মন্দা বাজারে খেল দেখাল পচা এমারেল্ড অয়েল

২০২০ জানুয়ারি ১০ ১৭:৫২:৩৯
মন্দা বাজারে খেল দেখাল পচা এমারেল্ড অয়েল

স্টাফ রিপোর্টার : বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় এই দরপতনের কবলে পড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এমন মন্দা বাজারে অন্যরকম খেল দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কোম্পানি এমারেল্ড অয়েল। যেখানে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, সেখানে গত সপ্তাহজুড়ে বড় ধরনের দাম বেড়েছে এ কোম্পানির শেয়ারের।

গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই এ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে উঠে আসে।

ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটে। মূল্যে বড় ধরনের উত্থান হলেও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৪৮ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৯ দশমিক ১০ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৩ টাকা ৪০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটির লভ্যাংশের চিত্র মোটেও ভালো না। ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। ফলে কয়েক বছর ধরেই শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির স্থান হয়েছে জেড গ্রুপ বা পচা কোম্পানির তালিকায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির ২৮ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৬৩ দশমিক ২৫ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার।

এমারেল্ডের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল ন্যাশনাল ফিড মিলস। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। এর পরেই রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১০ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান দুলামিয়া কটনের ৭ দশমিক ৭২ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৪, জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্সের ৬ দশমিক ২৫, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫ দশমিক ৭১, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪ দশমিক ৪৪, ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান ডেল্টা স্পিনিংয়ের ৪ দশমিক ৪৪ ও ফার্স্ট ফাইন্যান্সের ৪ দশমিক ১৭ শতাংশ দাম বেড়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০২০)