ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » প্রবাসের চিঠি » বিস্তারিত

যুক্তরাষ্ট্রে বৈধতার হতাশায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা!

২০২০ ফেব্রুয়ারি ০১ ১৫:৪৩:৩২
যুক্তরাষ্ট্রে বৈধতার হতাশায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা!

প্রবাস ডেস্ক : অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের হতাশা নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আজমান হোসেন প্লাবন নামের এক বাংলাদেশি যুবক। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে। নিউ ইয়র্কে বসবাসকারী আজমান হোসেন প্লাবন (২২) এক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বৈধ কাগজপত্রের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তারপরও নানা হতাশা আর দুশ্চিন্তা নিয়ে ম্যানহাটনে সাবওয়েতে কাজ করছিলেন তিনি। খবর বাংলা প্রেস।

গত ৩০ জানুয়ারি রাতে এসব বিষয় নিয়ে কথা হয়েছিলো দেশে অবস্থানরত তার প্রমিকা সুমি আক্তারের সাথে। একই দিন ভোর ৪টার দিকে নিজের কর্মস্থলে ফেসবুক লাইভে প্রেমিকার সঙ্গে আত্মহত্যা করার কথা প্রকাশ করেন। আজমানের আত্মহত্যার নিশ্চিত করেছেন তার ভাই ফারুক রহমান।

আজমানের ফেসবুকে সুমি আক্তারের সাথে অনেক ভিডিও চ্যাট, টিকটিক ভিডিও এবং হতাশার স্টাটাস পাওয়া গেছে বলে জানা গেছে। আজমানের জানাজা শনিবার বাদ ফজর সকাল ৬ টায় ম্যানহাটনে অনুষ্ঠুত হবে।

আজমানের মৃত্যুতে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার দেশে বাড়ি নোয়াখালীর জেলায় বলে জানা গেছে।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২০)