ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
সিটিজুড়ে নৌকা
২০২০ ফেব্রুয়ারি ০২ ১৫:৩২:৫২.jpg)
আলাউদ্দিন হোসেন
সিটিজুড়ে নৌকার জয়
নৌকাজুড়ে পাল
বিপুল ভোটে জয়ী হয়ে
ধরলো দু'জন হাল।
উত্তরে আতিকুল ইসলাম
দক্ষিণে নূর
দুই দামালের হাত ধরে
দেশ যাবে বহুদূর।
জনগণের ভালবাসা
দুই মেয়রের সিটি
সুদিন আসুক সিটিজুড়ে
আসুক সুখের চিঠি।