ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফিরোজ খান’র কবিতা

২০২০ ফেব্রুয়ারি ০৭ ১৬:০৫:৪১
ফিরোজ খান’র কবিতা







সুখের অসুখ


পৃথিবীতে ঘটে কতো
নিত‍্য দিনের ঘটনা-
কেউ বুঝে সহজ ভাবে
কেউ বলে রটনা।
-
সুস্থ্য থেকেও বলে বেড়ায়
শরীরটা আজ ভালো না-
কিসের অভাবে পুড়ে জ্বলে
ঔষুধে রোগ সারেনা।
-
ভালো মন্দের বিচার কেউ
বুঝেও সহজে বোঝেনা-
মনের মধ্যে নানা দ্বন্দ্ব
করে থাকে ছলনা।
-
সুখের অসুখে জ্বলে মরে
কোনো উপায় পায়না-
সুখে থাকলে ভুতে ধরে
অসুখে পায় জ্বালা যন্ত্রণা।
-
সকল কিছু পেলেও যে
মন কিছুতেই ভরে না-
আরো পেতে লোভ থাকে
সুখের অসুখ যে ছাড়েনা।