ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
আলাউদ্দিন হোসেন’র ছড়া
২০২০ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৬:০৫
ভালোবাসা
মায়ের প্রতি ভালোবাসা
সুখ আর সুখ
মায়ের মুখে রঙিন হাসি
রঙিন প্রিয় মুখ।
জন্মদাতা শ্রেষ্ঠ পিতা
ভালোবাসার ঘ্রাণ
মাথার উপর বটের ছায়া
জুড়ায় মনপ্রাণ।
ভাইবোনের ভালোবাসা
জনম জনম ভর
মিষ্টিমধুর ভালোবাসা
রঙে ভরা ঘর।