ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
সমরেন্দ্র বিশ্বশর্মার একুশের ছড়া
২০২০ ফেব্রুয়ারি ২২ ১৫:৪৬:০৬একুশ মানেই মুক্তি
একুশ আমার প্রতিবাদের কন্ঠ
সব চেতনার চোখ
একুশ মানেই মুক্তি
ভাই হারানোর দুখ।
একুশ মোদের স্বাধীনতা
একুশ আমার প্রেরণা
মাকে মা বলব আমি
অন্য নামে ডাকব না।
ভাষার জন্য রক্ত দান
করল আমার ভাই
একুশের চেতনা ছাড়া
স্বাধীনতা নাই।
লেখক : কবি ও সমকাল সাংবাদিক, সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, কেন্দুয়া, নেত্রকোনা।