ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » বইবাজার » বিস্তারিত

৭ মার্চের ভাষণের ১৩তম অনুবাদ সংবলিত গ্রন্থ কঁআথুয়েঁন: মাহাতো ডিকশনারি’র মোড়ক উন্মোচন

২০২০ ফেব্রুয়ারি ২২ ১৬:০৬:৩৩
৭ মার্চের ভাষণের ১৩তম অনুবাদ সংবলিত গ্রন্থ কঁআথুয়েঁন: মাহাতো ডিকশনারি’র মোড়ক উন্মোচন

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : তরুণ গবেষক ও লেখক উজ্জল মাহাতো’র প্রথম গ্রন্থ উপন্যাস “কারাম”-এর পর দ্বিতীয় গবেষণামূলক গ্রন্থ “কঁআথুয়েঁন: মাহাতো ডিকশনারি” গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে রায়গঞ্জ উপজেলা অডিটেরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।

এই গ্রন্থটিতে লেখক প্রথম ক্ষুদ্র-নৃ তাত্ত্বিক জনগোষ্ঠী মাহাতো জাতিগোষ্ঠীর কুড়মালি ভাষায় ৭ মার্চের ভাষণের অনুবাদ করেন। সেই সাথে গ্রন্থটির মাধ্যমে মাহাতো জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন।

অনুষ্ঠানের শুরুতে রায়গঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-৩, ডাঃ মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিন্নাহ আলমাজী, সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল বাতেন প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি সাজেদুল আলম।