ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

নারী তুমি রূপের কান্ডারী

২০২০ ফেব্রুয়ারি ২৫ ১৫:৪০:০৮
নারী তুমি রূপের কান্ডারী







ফিরোজ খান


নারী তুমি থাকো মনের ঘরে
আসন পেতে আছো বসে,
নারী তুমি বিরহের ছন্দে
দুঃখ কষ্টে থাকো মিশে।

নারী তুমি আছো কবিতায়
তুমি থাকো সুখের আশায়,
নারী তুমি আছো বেদনায়
নারী তুমি থাকো ছলনায়।

নারী তুমি প্রেমের খেলায়
নারী তুমি দেবীর সাজে,
তুসি নারী মাতৃ রুপে
সঙ্গী হয়ে বুকের মাঝে।

জান্নাত তুমি সন্তানের তরে
নারী তুমি সৌন্দর্যের পূজারী,
চারদিকে তোমারি কলরব
তোমার প্রেমে বিশ্ব কান্ডারী।

প্রেমিকের মন থাকে অশান্ত
একটু ভালবাসার কারণে,
নারী তুমি কামনায়-বাসনায়
তুমি নারী থাকো মরণে।

নারী তুমি আপন লজ্জায়
প্রেম ভালবাসার মুগ্ধতায়,
আপন করো স্পর্শের ছোঁয়ায়
তোমার যৌবনের জাদুর পরশে।

নারী তুমি কবির তৃষ্ণায়
তুমি নারী সুখের স্বর্গ,
পাপী তুমি নরকের স্পর্শ
তুমি ভাঙ্গো পাপীর আঘাতে।