ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বস্ত্রমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’

২০২০ ফেব্রুয়ারি ২৭ ১৫:৪০:৪৬
বস্ত্রমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’

স্টাফ রিপোর্টার : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গুজব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য।

উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত নয়। উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

তবে তিনি অন্য কোন রোগে আক্রান্ত সেটা জানার জন্য মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা-নিরীক্ষা চালছে বলে জানিয়েছেন তিনি।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এভাবে গুজব রটালে হাসপাতালে আতঙ্কের সৃষ্টি হয়।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২০)