ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » অগ্নিকন্যা » বিস্তারিত

বরিশালে ১১ নারীকে সন্মাননা

২০২০ মার্চ ০৮ ১৮:২১:১১
বরিশালে ১১ নারীকে সন্মাননা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আন্তর্জাতিক নারী দিবসে রবিবার দুপুরে ১১জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন-রাবেয়া খাতুন, অধ্যাপক শাহ্ সাজেদা, পুষ্প চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, কোহিনুর বেগম, ডাঃ বনলতা মুর্শিদা, আসমা চৌধুরী, হাসিনা বেগনীলা, রহিমা সুলতানা কাজল, রাশিদা বেগম ও নুরজাহান বেগম।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের আয়োজনে রবিবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এসব নারীদের সম্মাননা প্রদান করা হয়। এরপূর্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধণ করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, তৌহিদুজ্জামান পাভেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ। সবশেষে ব্র্যাকের আয়োজনে নারী দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(টিবি/এসপি/মার্চ ০৮, ২০২০)