ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

করোনাভাইরাস প্রতিরোধ: সচেতনতা কাব্য

২০২০ মার্চ ০৯ ১৮:২৪:৩৯
করোনাভাইরাস প্রতিরোধ: সচেতনতা কাব্য







সাকিব জামাল

করোনাভাইরাস: প্রতিকারের কোন উপায় নেই জানা!
আক্রমণ প্রতিরোধে তাই- আতংক নয়, চাই সচেতনতা।
হলে কারো- জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট,
তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে, কথা স্পষ্ট।
হাঁচি-কাশি দেবার পরে হাত ধোয়া উচিৎ ভীষণ,
চলার পথে সদা 'মাস্ক' পরা সবার প্রয়োজন।
হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না হুটহাট,
করোনা প্রতিরোধে, পরিস্কার-পরিছন্নতার ভুমিকাই বিরাট।
সচেতনা বাড়ুক সবার- থাকুক সবাই সুস্থ্য দেহ মনে,
করোনা সংক্রমণ থেকে- মুক্ত হোক মানবজাতি দ্রুতক্ষণে।