ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

সেমিফাইনালের আগমুহূর্তে বন্ধ হয়ে গেল পাকিস্তান সুপার লিগ

২০২০ মার্চ ১৭ ১৪:২৫:১৮
সেমিফাইনালের আগমুহূর্তে বন্ধ হয়ে গেল পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবে একে একে বিশ্বের প্রায় সব খেলাই বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই চলছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটা প্রায় শেষ পর্যায়ে, তাই তাড়াহুড়ো করেই শেষ করার চেষ্টা করেছিলেন আয়োজকরা।

নির্ধারিত সিডিউল কাটছাঁট করে চারদিন আগেই টুর্নামেন্ট শেষ করার প্রস্তুতি ছিল। কিন্তু তাতেও কাজ হলো না। শেষ পর্যন্ত বন্ধই করতে হলো পিএসএলের এবারের আসরটি, ঠিক সেমিফাইনালের আগমুহূর্তে এল এমন খবর।

আজ (মঙ্গলবার) দুপুরে মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, যেখানে মুলতান সুলতানস মোকাবেলা করতো পেশোয়ার জালমির।

সন্ধ্যায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হতো করাচি কিংস আর লাহোর কালান্দার্স। সব কিছুর প্রস্তুতি যখন শেষ, ঠিক সেই মুহূর্তে এলো দুঃসংবাদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী শিডিউল অবস্থা বুঝে নির্ধারণ করা হবে।

(ওএস/এসপি/মার্চ ১৭, ২০২০)