ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

শৃঙ্খল মুক্তির মহানায়ক

২০২০ মার্চ ১৭ ২২:৪৮:১০
শৃঙ্খল মুক্তির মহানায়ক







সমরেন্দ্র বিশ্বশর্মা

বাঙালী জাতির শৃঙ্খল মুক্তির মহানায়ক
তুমি শেখ মুজিবুর রহমান
স্বাধীনতার জন্য তোমার ডাকে
ভাই দিল প্রান, মা ও বোন দিল মান।

বাঙালী জাতির স্বাধীনতার দাবিতে
ফাঁসির মঞ্চেও আপোস করোনি তুমি
সেই পাকিস্থানীদের সাথে
দাবি ছিল স্বাধীন বাঙালী যেন থাকে দুধে ভাতে

তুমি ভাদ্রের আকাশের পূর্নিমার চাঁদ
হাঁসলে মুক্তির হাঁসি
তাইতো তোমার শতবর্ষেও
আজি সবাই ভালোবাসি।

তুমি সূর্য, মহাসমুদ্র, মহা-মানবের প্রাণ
ধরনীর বুকে যতদিন বাতাস বইবে
চির ভাষ্কর ও অমলিন তুমি
ততদিন গাইবে সোনার বাংলার গান।

লেখক : কবি ও সমকাল সাংবাদিক, সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, কেন্দুয়া, নেত্রকোনা।