ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

পঞ্চম দিনে ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

২০২০ মার্চ ৩১ ১৩:৫৬:৪৫
পঞ্চম দিনে ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

স্টাফ রিপোর্টার : টানা পঞ্চম দিনের মতো দেশে তাপপ্রবাহ বইছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) চার অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

ফরিদপুরে ৩৬ দশমিক ৩ ডিগ্রি, সীতাকুণ্ডে ৩৬ দশমিক ১ ডিগ্রি, রাঙ্গামাটিতে ৩৭ ডিগি এবং কক্সবাজারে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, প্রথম দিন ১২ অঞ্চল, দ্বিতীয় দিন ১২ অঞ্চল, তৃতীয় দিন ১২ অঞ্চল ও একটি বিভাগ, চতুর্থ দিন চার অঞ্চল এবং আজ পঞ্চমদিন চার অঞ্চলের ওপর দিতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রথম দুই দিন বাদে বাকি তিন দিনই নতুন কিছু অঞ্চল তাপপ্রবাহের আওতায় এসেছে এবং কিছু অঞ্চল তাপপ্রবাহের বাইরে গেছে।

আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২০)