ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে বন্দুকযুদ্ধে একজন নিহত

২০২০ মার্চ ৩১ ১৬:০৬:২১
দিনাজপুরে বন্দুকযুদ্ধে একজন নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফেরদৌস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দু’ এএসআইসহ আহত হয়েছে ৩ পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩টি গুলিখোসা, একটি হাসুয়া, ২টি ছোঁড়া এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

পুলিশ বলছে নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৪ টায় বিরামপুর উপজেলার মিরপুর মাঠের পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানা,ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে। অত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীদের গুলিতে ওই এক ব্যক্তি নিহত হয়।

এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের গুলিতে পুলিশের এএসআই শাহাজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়ে। আহত পুলিদের দিনাজপুর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অসমর্থিত একটি সূত্র জানিয়েছে,নিহতের নাম ফেরদৌস তার বাড়ি বীরগঞ্জ উপজেলায়।

(এস/এসপি/মার্চ ৩১, ২০২০)