ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

করোনা নিয়ে ফেসবুকে গুজব, ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

২০২০ মার্চ ৩১ ১৬:২৮:০৮
করোনা নিয়ে ফেসবুকে গুজব, ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : করোনাভাইরাস নিয়ে ফেসবুকে বিদেশীদের নিয়ে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাম ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মোল্লার ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেইজে করোনাভাইরাস সম্পর্কে সরকারি কলেজের পাশে অবস্থানরত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বাড়ির ভিডিও এবং করোনা নিয়ে আপত্তিকর বক্তব্য লাইভে পোষ্ট দেয়। এই ঘটনার অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ৩১, ২০২০)