ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

করোনা নিয়ে রসিকতা করে আক্রমণের মুখে পরিচালক

২০২০ এপ্রিল ০৩ ১৬:২৩:২৪
করোনা নিয়ে রসিকতা করে আক্রমণের মুখে পরিচালক

বিনোদন ডেস্ক : এপ্রিল ফুল করতে গিয়ে করোনা নিয়ে মজা করে বসলেন। আর তাতেই ক্ষেপেছে নেট ব্যবহারকারীরা। বিখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এপ্রিল মাসের প্রথম দিনের সকাল ৯টা ৩৭ মিনিটে একটি ট্যুইট করেন রাম গোপাল। যেখানে তিনি জানান, চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করেছেন। পরীক্ষার পর জানা গিয়েছে কোভিড ১৯-এ আক্রান্ত তিনি।

প্রথম ট্যুইটের কিছুক্ষণের মধ্যে তিনি ফের আরও একটি ট্যুইট করেন। যেখানে তিনি জানান, সংশ্লিষ্ট চিকিৎসক তাকে এইমাত্র জানিয়েছেন, তার পরীক্ষার ফল ঠিক নয়। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত নন।

এপ্রিল ফুল উপলক্ষে তিনি এমন মজা করেছেন। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে এমন স্বস্তা রসিকতা করায় পরিচালকের উপর ক্ষেপেছেন সবাই।

কেউ বলেন, মানসিকভাবে সত্যিই অসুস্থ রাম। কেউ আবার বলতে শুরু করেন, করোনা নয়, মানসিক চিকিৎসা হওয়া দরকার তার। রাম গোপাল ভার্মা করোনার চেয়েও বেশি ক্ষতিকর বলেও অনেকে কটাক্ষ করেন।

বিষয়টি নিয়ে অবশ্য ক্ষমা চেয়ে ট্যুইট করেছেন তিনি। জানান, করোনা নিয়ে মজা করার জন্য সবার কাছে ক্ষমা চাইছেন তিনি। তার ভুল হয়ে গিয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ০৩, ২০২০)