ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
আলাউদ্দিন হোসেন’র ছড়া
২০২০ এপ্রিল ১৫ ২২:৩৯:১০
পোশাকে বৈশাখ
সবার গায়ে নব রঙিন
পাঞ্জাবি আর শাড়ি
রং তুলিতে ঢাক ঢোলের
দৃশ্যটা বেশ ভারি।
শিশুর গায়ে রঙিন জামা
ঢাক ঢোলের আঁক
রং তুলিতে রংবেরঙের
ইলিশ মাছের ঝাঁক।
রংবেরঙের নানা পোশাক
বৈশাখী মাস ঘিরে
শপিংমলে কেনাকাটা
শত লোকের ভিড়ে।