ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে বক্তব্য নয় : বিএসএমএমইউ

২০২০ মে ০৩ ১৮:৪৮:৫৭
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে বক্তব্য নয় : বিএসএমএমইউ

স্টাফ রিপোর্টার : কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি প্রদান না করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শনিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আবদুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণকে এখন থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।

এতদ্ব্যতীত, যেকোনো টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/শেয়ার প্রদান করার ক্ষেত্রে সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

(ওএস/এসপি/মে ০৩, ২০২০)