ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

কাঁচামালের আড়ালে ইয়াবা-অস্ত্রের চালান, ব্যবসায়ী গ্রেফতার 

২০২০ মে ২২ ১৭:১৫:৩২
কাঁচামালের আড়ালে ইয়াবা-অস্ত্রের চালান, ব্যবসায়ী গ্রেফতার 

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক :ইয়াবা ও অস্ত্রসহ রাজধানীর আদাবর থেকে ব্যবসায়ীকেগ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় চারটি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ওসমান (৩৭), শাহজাহান সরকার (৩৬), সেলিম সরকার (৪৫), পিতা-রিয়াজ উদ্দিন, নুর ইসলাম।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপণ সংবাদে জানা যায় কক্সবাজার থেকে কাঁচামাল পরিবহণের আড়ালে মাদক ও অস্ত্রের চালান পাচার করার উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী একটি মাদক ও অস্ত্রের চালান নিয়ে ঢাকার এক মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ীর নিকট হন্তান্তরের উদ্দেশ্যে আসবে। এমন সংবাদে গাড়ীর গতিবিধি জেনে ডিএমপি ঢাকার আদাবর থানাধীন রিং রোডস্থ হক সাহেবের মোড়ে গতকাল সন্ধ্যায় চেকপোষ্ট বসিয়ে যাত্রীদের তল্লাশীতে নিয়োজিত থাকাকালে কাঁঠাল ও ডাব ভর্তি ১টি পিকআপে ড্রাইভার সহ ৩ যাত্রী/হেলপার দেখতে পেয়ে চালককে কোথা হতে এসে জিজ্ঞাসা করলে কক্সবাজার হতে এসেছে জানায়। চেকপোস্টের আশেপাশের স্থানীয় সাক্ষীগণের সম্মূখে পিকআপে থাকা ৪ জন ব্যক্তির দেহ তল্লাশী করাকালে তাদের মধ্যে ২ জনের পিঠে থাকা ব্যাক, প্যাক ব্যাগ তল্লাশী করে ২ টি দেশী তৈরি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ৪ জনের প্রত্যেকের কাছ থেকে মোট ৭০০০ পিস ইয়াবা উদ্ধার ও অস্ত্র/মাদক পরিবহণে ব্যবহৃত গাড়ী জব্দ করে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

(পিআর/এসপি/মে ২২, ২০২০)