ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈশ্বরগঞ্জে ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

২০২০ মে ২২ ১৭:৫৫:০০
ঈশ্বরগঞ্জে ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিং) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।

শুক্রবার ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আঠারবাড়ী বাজারে ১৩ ব্যবসায়ীর কাছ থেকে ১লক্ষ ১৭ হাজার টাকা এবং ঈশ্বরগঞ্জ বাজারে ১ব্যবসায়ীর কাছ থেকে ২হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১৯হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম আঠারবাড়ী বাজারে ৮ ব্যবসায়ীর কাছ থেকে ৫৬ হাজার ৫শ টাকা এবং ঈশ্বরগঞ্জ বাজারে ১ব্যবসায়ীর কাছ থেকে ৫হাজার টাকাসহ মোট ৬১হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

এসময় ডাক্তার, র‌্যাব ও পুলিশ বাহিনী মোবাইল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন।

(এন/এসপি/মে ২২, ২০২০)