ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

জয়ীর জন্মদিনে ভালবাসা

২০২০ জুন ০৮ ১৭:০৩:০৪
জয়ীর জন্মদিনে ভালবাসা







রণেশ মৈত্র

দিনগুলি কেটে যাচ্ছে জয়ীতার
যন্ত্রণা-কাতর দিন
স্কুল বন্ধ-তাড়া নেই পড়ালেখার।

মা?
তার স্বল্পভাষী
রবীন্দ্র সঙ্গীত শিল্পী
অসাধারণ গুণে গুণান্বিতা কুমকুম
একাত্তরের যন্ত্রণাক্লিষ্ট কুমকুম
বিদায় নিয়েছে একটি বছর আগে
নীরবে নিভৃতে
সকলকে শোকের,
কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে।

এই তো সেদিনের কথা
গত বছর এই দিনে
নিজ হাতে পায়েস রেঁধে
পরম স্নেহে খাইয়েছিল জয়ীতাকে
কিন্তু কুমকুম কি তখন জানতো
সেটাই হবে তার হাতে জয়ীর জন্মদিনের
শেষ আয়োজন?

করোনার করাল গ্রাসে
বাবার সান্নিধ্যও বঞ্চিত জয়ী।

জয়ীতা আমাদের
সেই জন্মের প্রথম মুহুর্তে থেকেই আমাদের
অজশ্র, সীমাহীন ভালবাসার প্রতীক।

জয়ীতা স্বপ্ন দেখো
ভবিষ্যতের স্বপ্ন
মানুষ হওয়ার স্বপ্ন
নিজেকে
আপনজনদেরকে
সর্বোপরি দেশকে
মনপ্রাণ দিয়ে
ভালবাসার স্বপ্ন।
এটাই কামনা আমাদের
কামনা স্বর্গীয় মায়ের
কামনা শুভাকাংখী সকলের।