ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

প্যারামেডিক নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

২০২০ জুন ২২ ১৫:৩৬:৪৩
প্যারামেডিক নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্য কেন্দ্রের কিছু প্রকল্পের জন্য প্যারামেডিক নিয়োগ দেয়া হবে। রবিবার (২১ জুন) এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে তারা বলেছে, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের কিছু প্রকল্পের জন্য প্যারামেডিক নিয়োগ দেয়া হবে। গণস্বাস্থ্যের সাবেক প্যারামেডিক, যারা কোর্স সম্পন্ন করেছেন এবং চুক্তি মোতাবেক গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বৈধভাবে অব্যাহতি নিয়ে চলে গেছেন, তারা পুনরায় চাকরি করতে চাইলে আপনার পূর্ণ জীবনবৃত্তান্ত, সার্টিফিকেটের কপি, প্রশংসাপত্রের কপি পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো সিভির সংক্ষিপ্ত তালিকা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পরবর্তী প্রকল্পগুলোয় নিয়োগ দেয়া হবে।’

আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং চুক্তির মেয়াদ শেষ করে বৈধভাবে অব্যাহতি নিয়েছেন, তারা আবেদন করতে পারবেন। ধূমপায়ী, পানসেবী ও বহিষ্কৃত কর্মীদের আবেদন করার প্রয়োজন নেই। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। বাংলাদেশের ভেতর যেকোনো গণস্বাস্থ্যের প্রকল্পে নিয়োগ দেয়া হবে।

যোগাযোগের ঠিকানা : মানবসম্পদ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪

ইমেইল : [email protected]

(ওএস/এসপি/জুন ২২, ২০২০)