ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

নেতিবাচক প্রতিবেদন আসা অনলাইন পোর্টাল প্রয়োজনে বন্ধ : তথ্যমন্ত্রী

২০২০ জুলাই ১৫ ১৫:২৩:৪৩
নেতিবাচক প্রতিবেদন আসা অনলাইন পোর্টাল প্রয়োজনে বন্ধ : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : নেতিবাচক (নেগেটিভ) তদন্ত প্রতিবেদন আসা অনলাইন নিউজ পোর্টালগুলো প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছি অনলাইনগুলোর ব্যাপারে... একটি সংস্থার পক্ষ থেকে প্রায় এক হাজার ৭০০ এর মতো তদন্ত প্রতিবেদন পেয়েছি। আরেকটি সংস্থা থেকে ১০০ এর মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এই মাসের মধ্যে আরও দেড়শ কিংবা এর চেয়ে বেশি তদন্ত প্রতিবেদন পাব। সেই তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা এই মাসেই রেজিস্ট্রেশন দেয়া শুরু করব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে। সেগুলো আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবো, প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেয়া হবে।’

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০২০)