ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে নতুন ১৫ শনাক্ত নিয়ে আক্রান্ত ৭৫৫

২০২০ জুলাই ১৫ ১৫:৫৫:১৭
জামালপুরে নতুন ১৫ শনাক্ত নিয়ে আক্রান্ত ৭৫৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগী বেড়ে ৭৫৫ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩৫ জন। এছাড়া ১১জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে রয়েছেন ৮ জন, মেলান্দহে ৩ জন, সরিষাবাড়ী ১ জন, মাদারগঞ্জ ২ জন ও বকশীগঞ্জে ১ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, জামালপুরে সদরে ৮ জনের মধ্যে পৌরসভার লিচুতলা, হাটচন্দ্রা, কম্পপুর, আমলাপাড়া, র‌্যাব অফিস, মিয়াপাড়ায় একজন করে এবং পাথালিয়া দুজন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

মেলান্দহের ৩ জনের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুরমুট, রুকনাইয়ের বাসিন্দা।

সরিষাবাড়িতে কৃষি ব্যাংকের ১ ব্যক্তি, মাদারগঞ্জের উপজেলা চত্ত্বর এলকায় ২ জন এবং বকশীগঞ্জের কামালের বার্ত্তি পুলিশ ফাঁড়ির একজন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

শনাক্ত ৭৫৫ জনের মধ্যে জামালপুর সদরে রয়েছেন ৩০৫, মেলান্দহ ৯১, মাদারগঞ্জে ৪৪, ইসলামপুরে ১২১, সরিষাবাড়ীতে ৯২, দেওয়ানগঞ্জে ৩৭ ও বকশীগঞ্জ ৬৫ জন।

সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫৩৫ জন। এছাড়া ১১জন মৃত্যুবরণ করেছেন।

(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২০)